সংবাদদাতা,আসানসোলঃ- সম্প্রতি আসানসোলের কালাঝরিয়াতে দামোদর নদীর উপর পি এইচ ইর জলের পাইপ লাইন ভেঙে যাওয়ায় জামুড়ীয়া, রাণীগঞ্জ এলাকায় পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। অবিলম্বে এই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার মিছিল করে প্রতিবাদ জানাল বাম নেতা কর্মীরা। আসানসোলের এইচ এল জি মোড় থেকে মিছিল শুরু হয়, এবং জেলা শাসক দপ্তরে শেষ হয়। সেখানে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দেন দলীয় প্রতিনিধিরা।
এদিনের প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে বামফ্রন্টের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন, “ঘটনার কিছুদিন আগেও পুলিশ কমিশনারকে দামোদর নদীর উপর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কথা, কয়লা উত্তোলনের কথা জানানো হয়েছিল। কিন্তু তারপরও প্রশাসন থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।” তিনি দাবি করেন, বাম আমলে তৈরি দামোদর নদীর উপর পি এইচ ইর জলের পাইপ লাইন যাওয়ার সেতু বালির অবৈধ খননের জন্যই ভেঙে পড়েছে।
এদিনের কর্মসূচিতে বামফ্রন্টের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জীর পাশাপাশি, পার্থ মুখার্জি, মনোজ দত্ত, জাহানারা খান সহ বিভিন্ন নেতৃত্ব ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।





