সংবাদদাতা,আসানসোল:- রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র অজুহাতে শুনানির নামে বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ সামনে আসছে। সিপিএমের দাবি এরসাথে আছে তৃণমূল ও বিজেপির মধ্যে গোপন আঁতাত অর্থাৎ ‘সেটিং’। এই দুই অভিযোগকে সামনে রেখে দলীয় নেতা পার্থ মুখার্জ্জীর নেতৃত্বে আসানসোল জেলা গ্রন্থাগারের কাছ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে সিপিএম। মিছিলে দলের অসংখ্য কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলের শেষে তারা আসানসোল মহকুমা শাসকের দপ্তর অভিযানের চেষ্টা করলেও পুলিশের বাধায় সেটা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পরে পার্থ বাবু বলেন, আমরা মহকুমা শাসকের কাছে নিজেদের দাবি তুলে ধরার পরিকল্পনা করলেও পুলিশের বাধার জন্য সেটা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তাতেই সভা করতে হচ্ছে। আমাদের দাবি শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করা হোক।




















