eaibanglai
Homeএই বাংলায়প্রায় ২৪ লক্ষ টাকার সাইবার প্রতারণা, গ্রেফতার ১০

প্রায় ২৪ লক্ষ টাকার সাইবার প্রতারণা, গ্রেফতার ১০

সংবাদদাতা,আসানসোলঃ- সাইবার প্রতারণার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল পুলিশের সাইবারসেল। এক যোগে উত্তর২৪পরগনা জেলার একাধিক শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল সাইবার প্রতারণা চক্রের দশ সদস্যকে। বৃহস্পতিবার আসানসোল সাইবার সেলের দফতরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার) অরবিন্দ আনন্দ এক সাংবাদিক বৈঠকের মাধ‍্যমে ঘটনা প্রসঙ্গে জানান।

জানা যায় ২০২৩ সালের ৫ মার্চ আসানসোল উত্তর থানা এলাকার বাসিন্দা ধীরেন মাজি আসানসোল পুলিশের সাইবারসেলে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান,তাঁর ঘরে একটি বেসরকারি সংস্থার টেলিফোন টাওয়ার লাগানোর নামে রানা মুখার্জি নামের এক ব‍্যক্তি যোগাযোগ করেন ও তাঁকে টাওয়ার লাগানোর জন‍্য ভাড়া সহ একটি চাকরি দেওয়ারও প্রলোভন দেন। সেই প্রলোভনে পা দিয়ে একাধিক অ্যাকাউন্টে মোট ২৪ লাখ ২২ হাজার টাকা ট্রন্সফার করেন তিনি। টাকা দেওয়ার পর অপর পক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন এবং অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং মোবাইল টাওয়ার লোকেশন থেকে শুরু করে অন্যান্য নানা প্রযুক্তির মাধ্যমে একটি প্রতারক গ্যাংকে চিহ্নিত করে। গতকাল ওই গ্য়াং সদস্যদের খোঁজে একযোগে উত্তর২৪পরগনার শ‍্যামনগর, মধ‍্যমগ্রাম, বাগুইহাটি ও দমদমের একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ এবং প্রতারণা চক্রের মোট দশ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে দুজন মহিলা। প্রতারণা চক্রের মূল চক্রীকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে দশটি মোবাইল, দুটি ল্যাপটপ, একটি ডাইরি সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়। যদিও এখনও পর্যন্ত কোনও টাকা উদ্ধার হয়নি।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও অন্যান্য চক্রীদেরও ধরতে চাইছে পুলিশ। তাই বৃহস্পতিবার ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments