সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলে অবৈধ নির্মাণ ভাঙলো পুরনিগম ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ঘটনা আসানসোলের পলাশডিহার জ্যোতিনগরের এলাকার।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আসানসোলে পলাশডিহার জ্যোতিনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুকুর ভরাট করে বেআইনী নির্মাণের কাছ চলছিল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আসানসোল পুরনিগম এবং ভুমি ও ভুমি সংস্কার দফতর এবং অভিযোগ সত্য বলে প্রমাণ মেলে। তদন্তে জানা যায় এলাকার বাসিন্দারা ওই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশের কাছে এফআইআরও করা হয়। অবশেষে সোমবার ওই অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগ নেয় পুরসভা ও ভুমি সংস্কার দফতর।
এদিন আসানসোল পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব ও ভুমি ও ভুমি সংস্কার দফতরের আধিকারিকদের নেতৃত্বে একটি দল এলাকায় পৌঁছয় এবং বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেয়।
এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ভুমি ও ভুমি সংস্কার দফতরের ইঞ্জিনিয়ার বলেন, এখানে পুকুর ভরাট করে বেআইনী নির্মাণ চলছিল। অভিযোগ পেয়ে তা ভাঙা হচ্ছে। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে এই অবৈধ নির্মাণ ভাঙাকে ঘিরে এদিন এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।





