সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- বেহাল নিকাশি ব্যবস্থা । ফলে নর্দমার জল ও আবর্জনা ছড়িয়ে পড়েছে রাস্তায়। এমনই বেহাল দশার ছবি উঠে এসেছে আসানসোল পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের রেলপারের চক এলাকার। এই ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিমুল হক আবার আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র।
এলাকার বাসিন্দাদের দাবি এই অবস্থা আজকে নতুন। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তাঁরা । ঘনবসতি পূর্ণ এলাকার এই রাস্তা দিয়ে যাতায়াত করা বাসিন্দাদের পক্ষে দূষ্কর হয়ে পড়েছে। এলাকার ড্রেনগুলি সারা বছরই এই অবস্থায় থাকে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক নিষ্কাশনের অভাবে রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশে জল জমে থাকে। শীতকালে এইভাবে জল জমে থাকলে, আসন্ন বর্ষাকালে পরিস্থিতি আরো খারাপ হবে বলেই মনে করছেন তারা।
বিষয়টি নিয়ে স্থানীয়দের ক্ষোভের মধ্যেই এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ওয়ার্ড কাউন্সিলার তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যা নিয়ে দুতরফে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
যদিও শেষপর্যন্ত ওয়াসিমুল হক এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন যে, আসানসোল পুরনিগমের সাফাই বিভাগকে নির্দেশ দিয়ে শীঘ্রই ড্রেনেজ ব্যবস্থা মেরামত ও পরিষ্কার করা হবে। এমনকি এই নিকাশি সমস্যার সমাধানে ইঞ্জিনিয়ারদের দিয়ে এলাকা পরিদর্শন করিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও অদিন আশ্বাস দেন তিনি।

















