eaibanglai
Homeএই বাংলায়বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ

বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তরুণ

সংবাদদাতা,দুর্গাপুরঃ- দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক তরুণ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আসানসোলের ডিসেরগড়ে। মৃত তরুণের নাম মহম্মদ সমীর, বয়স ১৮ বছর।

জানা গেছে এদিন মহম্মদ সমীর তার ৮জন বন্ধুর সঙ্গে আসানসোল ওকে রোড থেকে ডিসেরগড় সেরসা বাবা মাজার এলাকায় ঘুরুতে গিয়েছিলেন। দুপুরে সেখানে মাজার সংলগ্ন দামোদরে স্নান করতে নামে সকলে। কিন্তু জলে নেমে ঘটে যায় বিপত্তি। চার জন গভীর জলে চলে গিয়ে হাবুডুবু খেতে থাকে। স্থানীয়রা তিনজনকে বাঁচাতে পারলেও তলিয়ে যায় মহম্মদ সমীর।

খবর পেয়ে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাড়ির পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মহম্মদ সমীরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments