রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: সম্প্রতি রাজ্য পুলিশের সপ্তম ব্যাটেলিয়ানের উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের তৎপরতায় প্রাণ বাঁচে জামুড়িয়ায় অজয় নদীর মাঝখানে নৌকায় আটকে থাকা মাঝি সহ ১৬ জন যাত্রীর। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযানে থাকা দুটি দলের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। আসানসোলে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সম্বর্ধনা সভায় প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে শংসাপত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম, অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) সুভাষিণী ই, মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে জেলাশাসক বলেন, এরা প্রত্যেকেই আমাদের গর্ব। এদের তৎপরতা ও দক্ষতার জন্য এতগুলো অমূল্য প্রাণ রক্ষা পেল।





