eaibanglai
Homeএই বাংলায়আরপিএফের অপারেশন " আহাট", এক বছরে উদ্ধার ২৮, গ্রেফতার ১৭ পাচারকারী

আরপিএফের অপারেশন ” আহাট”, এক বছরে উদ্ধার ২৮, গ্রেফতার ১৭ পাচারকারী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শিশু পাচারের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে অপারেশন “আহট” (মানব পাচারের বিরুদ্ধে অভিযান বা এ্যাকশান এগেনেস্ট হিউম্যান ট্রাফিকিং )-এর মাধ্যমে বড়সড় সফলতা পেল পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী। ২০২৫ সালে এই অভিযানে রেলওয়ে সুরক্ষা বাহিনী ২৭ জন নাবালক এবং ১ জন নাবালিকা সহ মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এদেরকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। এর পাশাপাশি ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যা রেল স্টেশন এলাকায় শিশু সুরক্ষা এবং যাত্রী সুরক্ষাকে আরও নিশ্চিৎ করেছে।

রেল কর্তৃপক্ষ জানায় আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর দলের এই সাফল্য সতর্ক নজরদারি, সমন্বিত অভিযান এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা তাৎক্ষণিক পদক্ষেপের দ্বারা সম্ভব হয়েছে। এই অভিযান আসানসোল ডিভিশনের স্টেশন এবং ট্রেনগুলিকে পাচার থেকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রসঙ্গত অপারেশন “আহট” ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী কর্তৃক মানব পাচার, বিশেষত নারী ও শিশুদের পাচার রোধ করতে দেশব্যাপী পরিচালিত একটি অভিযান। যার লক্ষ্য পাচারকারীদের হাত থেকে নাবালক ও নারীদের উদ্ধার করা এবং এই ধরনের অপরাধ বন্ধে সচেতনতা বৃদ্ধি করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments