সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভালো কাজের জন্য জাতীয় নির্বাচন কমিশনে পুরস্কৃত পশ্চিম বর্ধমানের জেলাশাসক।
প্রসঙ্গত, ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ ও ২০২৪ এর লোকসভা নির্বাচনে সচেতনতার প্রচারে অভিনবত্বের জন্যে রাজ্যের চার জেলাশাসকে পুরস্কৃত করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই ক্ষেত্রে ভোটার তালিকার উন্নতি, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা ও তালিকায় নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রে ভালো পদক্ষেপ নেওয়ার জন্য পুরস্কার পাচ্ছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। এছাড়া ভোটদানের ক্ষেত্রে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজে সাড়া জাগানো পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত ও জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিনকে।
শনিবার ভোটার দিবস পালনের পাশাপাশি এক বিশেষ অনুষ্ঠানে চার জেলাশাসককে পুরস্কৃত করা হয়।