eaibanglai
Homeএই বাংলায়জাতীয় নির্বাচন কমিশনে পুরস্কৃত পশ্চিম বর্ধমানের জেলাশাসক

জাতীয় নির্বাচন কমিশনে পুরস্কৃত পশ্চিম বর্ধমানের জেলাশাসক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভালো কাজের জন্য জাতীয় নির্বাচন কমিশনে পুরস্কৃত পশ্চিম বর্ধমানের জেলাশাসক।

প্রসঙ্গত, ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ ও ২০২৪ এর লোকসভা নির্বাচনে সচেতনতার প্রচারে অভিনবত্বের জন্যে রাজ্যের চার জেলাশাসকে পুরস্কৃত করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই ক্ষেত্রে ভোটার তালিকার উন্নতি, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা ও তালিকায় নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রে ভালো পদক্ষেপ নেওয়ার জন্য পুরস্কার পাচ্ছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। এছাড়া ভোটদানের ক্ষেত্রে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজে সাড়া জাগানো পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত ও জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিনকে।

শনিবার ভোটার দিবস পালনের পাশাপাশি এক বিশেষ অনুষ্ঠানে চার জেলাশাসককে পুরস্কৃত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments