সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– প্রতিবার বর্ষার সময় পশ্চিম বর্ধমান জেলায় বিশেষ করে জেলার দুই শিল্প শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত দুবছর ডেঙ্গুর বাড়বাড়ন্ত এতটাই হয় যে তা নিয়ন্ত্রণে আনতে নাকানিচোপানি খেয়ে হয়েছে প্রশাসনকে। ডেঙ্গুর জেরে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এবছর যাতে সেই পরিস্থিতি না হয় তার জন্য গরমের শুরুতেই আগাম প্রস্তুতি শুর করে দিল জেলা প্রশাসন। বুধবার জোলার ডেঙ্গু মোকাবিলার জন্য আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে আসানসোল ও দুর্গাপুরের সব পাবলিক সেক্টর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক।
বৈঠক শেষে জেলাশাসক জানান, আসন্ন বর্ষাকালে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। কারণ জেলা প্রশাসন ও পুরনিগমের পক্ষে এইসব প্রতিষ্ঠানের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তাই বৈঠকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের, তাদের নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। যেমন কোথাও জল জমা হতে না দেওয়া, এলাকায় পরিষ্কার -পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রতিষ্ঠানের কোয়ার্টার এবং অফিসে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজরদারি চালানো ইত্যাদি। জেলা প্রশাসনের নির্দেশিকা ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার জন্য প্রতি মাসে এলাকা পরিদর্শনও করা হবে।
এদিন ইসিএল বা ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপি, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্দেশিকাগুলি পালন করার বিষয়ে জেলা প্রশাসনকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।





