অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ছোটদের জন্য রাজ্যব্যাপী ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয় ছিল ‘আমার বাংলা’। লক্ষ্য অঙ্কন বিষয়ে ছোটদের উৎসাহিত করা।
রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোল তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ক-বিভাগের (প্রথম থেকে চতুর্থ শ্রেণী) সফল প্রতিযোগীরা হলেন যথাক্রমে মাহী মণ্ডল, সুপর্ণা চন্দ্র ও দেবাংশু পাল এবং খ বিভাগের (পঞ্চম থেকে একাদশ শ্রেণী) সফল প্রতিযোগীরা হলেন যথাক্রমে স্নেহা শীট, বৃষ্টি বিশ্বাস ও ঈশানী চ্যাটার্জ্জী। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন অর্ণব ভট্টাচার্য্য ও শুভদীপ মন্ডল। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এবারও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
















