রামকৃষ্ণ চ্যাটার্জ্জী,আসানসোলঃ- শিল্পীদের দক্ষতায় সময় বিশ্বের জনপ্রিয় কাঠামো ফুটে ওঠে দুর্গাপুজোর প্যাণ্ডেলে। যেগুলি দেখে দর্শনার্থীদের মন ভরে যায়। এরকমই এক দৃষ্টিনন্দন কাঠামো ধরা পড়ল আসানসোলের ধেমোমেন কোলিয়ারির দুর্গাপুজো প্যান্ডেলে। এই বছর দিল্লির বিখ্যাত অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে এখানকার পুজো প্যাণ্ডেল। জানা যাচ্ছে প্যান্ডেলটির ডিজাইন নদীয়ার শিল্পীরা করেছেপ। চন্দননগরে আলোকসজ্জা থাকলেও প্যান্ডেলের দৃশ্য কলকাতার শিল্পীদের দ্বারা তৈরি করা হয়েছে। উদ্যোক্তাদের আশা প্রতি বছরের মত এইবছরও তাদের প্যাণ্ডেল দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইসিএলের আধিকারিকদের উপস্থিতিতে ফিতা কেটে প্যাণ্ডেলের শুভ উদ্বোধন হয়। এর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের যথাযোগ্য মর্যাদা সহকারে স্বাগত জানানো হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।





