সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ইসিএলের ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির নিউ কেন্দা খোলা মুখ কয়লাখনিতে। মৃত যুবকের নাম সমীর রুইদাস (১৯)। ঘটনার প্রতিবাদে খনির বেশকিছু গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর তিনটে নাগাদ কেন্দা গ্রামের রুইদাস পাড়া নিবাসী সমীর রুইদাস এলাকার পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। পথে খনি এলাকায় একটি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ওই যুবকের। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। খনি এলাকায় দাঁড়িয়ে থাকা প্রায় ২৫ থেকে ৩০ টি গাড়িতে ভাঙচুর চালায় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভয়ে খনিতে কাজ করতে আসা কর্মীরা ও যানবাহনের চালকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কেন্দা ফাঁড়ির পুলিশ এবং সিআইএসএফ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ চালিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের পাশ দিয়ে খনির বড় বড় গাড়ি চলাচল করলেও, ইসিএলের তরফে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি। যার ফলে দুর্ঘটনা ঘটছে। ইসিএল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এক যুবকের প্রাণ চলে গলে বলেও দাবি করেন তাঁরা।
যদিও ইসিএলের তরফে দাবি করা হয় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। তবে নিরাপত্তার বিষয়টি তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। অন্যদিকে দুর্ঘটনার পর থেকে কয়লা খনিতে উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ হয়ে যায়।





