সংবাদদাতা,আসানসোলঃ- ইসিএলের বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্য়ু হল এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় আসানসোলের ইসিএলের অমৃতনগর কোলিয়ারি এলাকায়। ঘাতক বালি গাড়ি সহ আরও পাঁচটি ডাম্পারে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। পাাপাশি ক্ষতিপূরণ, রাস্তা সারাই সহ ওই রাস্তায় বালি ও ভারী পণ্যবাহী গাড়ি না চালানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম চিন্তা দেবী গেনেরি(৫৭)। এদিন তিনি স্কুটিতে করে নাতিকে নিয়ে স্থানীয় মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। অন্যদিকে দামোদর নদ থেকে বালি বোঝাই করে ইসিএল সাইডিংয়ে যাচ্ছিল একটি ডাম্পার। প্রত্যক্ষদর্শীরা জনান খারাপ রাস্তার কারণে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারায় ও চিন্তাদেবীকে পিষে দেয়। অনেকে আবার দাবি করেছে ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পরই উত্তপ্ত এলাকাবাসী ঘাতক ডাম্পার সহ আর পাঁচটি ডাম্পারে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। পরে এলাকায় পুলিশের বিশাল বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এলাকার বাসিন্দাদের দাবি তারা বারংবার ইসিএল কর্তৃপক্ষকে ওই রাস্তা সারানোর কথা জানিয়েছেন। ভারী গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা শোচনীয়। এদিকে ওই খারাপ রাস্তা দিয়েই বেপরোয়াভাবে ইসিএলের ভারী গাড়ি যাতায়াত করে , ফলে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু অভিযোগ বিষয়টি নিয়ে কোনো হেলদোল নেই ইসিএল কর্তৃপক্ষের।