সংবাদদাতা,আসানসোলঃ– কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর প্রথম দিনেই বিভ্রান্তিতে পড়ে ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায় ৮ পরীক্ষার্থী। যদিও পুলিশের সহায়তায় সঠিক সময়ে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নির্বিঘ্নে পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত আসানসোলের রহমতনগর স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে আসানসোলের সেন্ট মেরি হাই স্কুলে ৷ কিন্তু, রহমতনগর স্কুলের ৮ ছাত্রী ভুল করে আসানসোলের তুলসীরানি স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় ৷ সেখানে পৌঁছে তারা জানতে পারে, সেটি তাদের কেন্দ্র নয় ৷ এদিকে পরীক্ষা শুরুর সময় এগিয়ে আসতে থাকে ৷ ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় পরীক্ষার্থীরা ৷ বিষয়টি নজরে আসতেই তুলসীরানি স্কুলের পরীক্ষা কেন্দ্রের সুরক্ষায় থাকা পুলিশ কর্মীরা বিষয়টি আসানসোল দক্ষিণ থানায় জানান ৷ খবর পেয়ে তৎপরতা দেখায় পুলিশ। পুলিশের গাড়িতে করে দ্রুততার সঙ্গে ওই ছাত্রীদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সময়মতো নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই ছাত্রীরা।
নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে বেরিয়ে ওই ছাত্রীদের মধ্যে একজন বলে, “পরীক্ষা কেন্দ্রটি এসবি গড়াই রোডে শুনেছিলাম ৷ কিন্তু, সঠিক ঠিকানা না জানায় ভুল করে অন্য় কেন্দ্রে চলে যাই। পুলিশের সহযোগিতা না করলে আজ আমরা পরীক্ষা দিতে পারতাম না। “





