সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া এলাকায় একটি বেসরকারী কাঁচ কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও, হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, সোমবার দুপুরে আচমকাই সালানপুরের ওই কাঁচ কারখানার গোডাউনে আগুন লাগে। শ্রমিকরা কারখানার গোডাউনে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। গোডাউনে মজুদ থাকা কার্টুনে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেন কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। কারখানার গোডাউনের ছাদের অ্যাসবেস্টর ভেঙ্গে জল দেওয়া হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ জানা না গেলেও কারখানা কর্তৃপক্ষের অনুমান বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের জেরে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

















