সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কয়লা বোঝাই ডাম্পারে আচমকাই আগুন লেগে আতঙ্ক ছড়াল আসানসোলের জামুড়িয়া শিল্পতালুকে। অল্পের জন্যে রক্ষা পেলেন চালক ও খালাসি।
মঙ্গলবার ভোরে জামুরিয়া শিল্পতালুক এলাকার ধসল মোড়ে একটি বেসরকারি কারখানার কাছে হঠাৎ করে একটি কয়লা বোঝাই ডাম্পারে আগুন ধরে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে কয়লা বোঝাই ডাম্পারটি তপসি সাইডিং থেকে কয়লা লোড করে ওই কারখনায় যাচ্ছিল। কারখানার গেটের কাছে হঠাৎ আগুন লেগে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত পুরো কেবিন এবং ডাম্পারের সামনের অংশ গ্রাস করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়।
তবে সৌভাগ্যবশত, ডাম্পার চালক এবং সহকারী খালাসি সময়মতো কেবিন থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এদিকে খবর পেয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি পুলিশ দমকল বাহিনী কিছুক্ষণের মধ্যেই এলাকায় পৌছয় ও একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


















