সংবাদদাতা,আসানসোলঃ– পুকুরের বাঁধ ভেঙে জলমগ্ন আসানসোল পৌরনিগমের ৭৫ নং ওয়ার্ডের রাধানগর রোড খাটাল এলাকা। এলাকার প্রায় ৩০০ র মতো বাড়িতে জল ঢুকে পড়ায় দিশেহারা এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, পুকুরের বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ । বিষয়টি স্থানীয় পৌর নিগমের কাছে বেশ কয়েকবার জানানো হলে আশ্বাস মিললেও কোনো সমাধান মেলেনি।
এদিন বাঁধ ভাঙার খবর পেয়ে এলাকায় ছুটে যান বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি ও স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মন্ডল। কাউন্সিলর শ্রাবণী মন্ডল জানান, প্রচন্ড বৃষ্টিপাতের কারণে স্থানীয় একটি পুকুরের জলস্তর বেড়ে যায়। যার ফলে মাটির বাঁধ নরম হয়ে ভেঙে পড়ে। আর সেই জল এলাকায় ঢুকে পড়ে।
বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি জানান পুকুরের মালিককে জানানো হয়েছে অবিলম্বে বোল্ডার ও মাটি ফেলে জল বার হবার জায়গা বন্ধ করে দিতে এবং ভবিষ্যতে আবার এইরকম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্য়দিকে প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অস্থায়ী ত্রাণ সামগ্রী শুকনো খাবার, পানীয় জল দেওয়া শুরু হয়েছে।