eaibanglai
Homeএই বাংলায়টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা

টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। সেই বৃষ্টি থামার নাম নেই। মুষলধারে না হলেও রাতভর চলা মাঝারি বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকায় ডুবে গেছে রাস্তাঘাট। জল ঢুকে পড়েছে দোকান ও বাড়িতে। এই জলমগ্ন পরিস্থিতিতে নাকাল শহরবাসী

অন্য়দিকে শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা হটন রোডে রঞ্জন কেবিন সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। হাঁটুর উপরে জল জমে যাওয়ায় হটন রোডের ওই অংশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, পথচারীদের যাতায়াতও। পরিস্থিতির কথা জানতে পেরে সেখানে পৌঁছন এলাকারই বাসিন্দা বিজেপি নেতা সুদীপ চৌধুরী। তিনি এই পরিস্থিতির জন্য আসানসোল পুরনিগমকে কাঠগড়ায় তুলে বলেন, “হটন রোডের রঞ্জন কেবিনের সামনে প্রচুর জল জমেছে। যে কারণে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেম। কিন্তু আসানসোল পুরনিগম এই বিষয়ে উদ্বিগ্ন নয়। মেয়র বিধান উপাধ্যায় থেকে বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, কাউন্সিলর শিখা ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়েরা মোটেই চিন্তিত নন। এই জল তো তাদের কোন সমস্যা তৈরি করছে না। এটা মানুষের সমস্যা তৈরি করছে।”

মাঝারি বৃষ্টিতেই শহরে জল জমে যাওয়া নিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, “আসানসোল পুরনিগম শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করছে। রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার কাজও চলছে। যখন এই কাজ শেষ হবে, তখন এই সমস্যাও থাকবে না।” পাশাপাশি আসানসোলের যেসব এলাকায় আগে জল জমে থাকতো, এখন সেখানে জল জমে না বলেও দাবি করেন মেয়র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments