সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– দই-চিড়ে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের ১৮ জন সদস্য। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাঁখোয়া গ্রামে। অসুস্থরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে ১ জন নাবালিকা, ১ জন কিশোর, ৭ জন মহিলা ও ৯ জন পুরুষ।
জানা গেছে অসুস্থরা সকলেই আসানসোলে কাঁখোয়া গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের। পরিবারের এক আত্মীয় মারা যাওয়ায় নিয়ম মতো পরিবারের সকল বাড়িতে দই চিড়ে মাখা খেয়েছিলেন। তারপরেই ঘটে বিপত্তি। একে একে পরিবারের কারো বমি ও কারো পায়খানা শুরু হয়। এরপরই সকলকে তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জন আসানসোল ভর্তি করে চিকিৎসা শুরু হয়।
জেলা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, খাদ্য বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। খাবারের মধ্যে কিছু ছিলো। আপাততঃ তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে এদিন জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে।





