সংবাদদাতা,আসানসোলঃ- জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাংকার। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে, আসানসোলের ১৯নম্বর জাতীয় সড়কের মরিচ কোঠা কালী মন্দির সংলগ্ন ধানবাদ গামী লেনে।
প্রত্যক্ষদর্শীরা জানান জাতীয় সড়কের ধানবাদগামী লেনে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়িকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে রাস্তার ধারে নিচে পড়ে যায়। দুর্ঘটনার জেরে ট্র্যাঙ্কার থেকে গ্যাস লিক করতে শুরু করে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ, দমকল বাহিনী ও জাতীয় সড়কের পেট্রোলিং টিম। খবর দেওয়া গ্য়াস এজেন্সিকেও। অন্যদিকে গ্যাস লিক হওয়ার কারণে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হয় এবং হেভি ক্রেন এনে ট্যাঙ্কারটি সরানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
তবে এদিনর দুর্ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।





