সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে নিখোঁজ নবম শ্রেণির স্কুল পড়ুয়া। থানায় অভিযোগ দায়ের সত্ত্বেও ২০ দিনেও হদিশ মেলেনি নিখোঁজ ছাত্রীর। উৎকন্ঠায় পরিবার।
জানা গেছে আসানসোলের কাল্লার বাঁকিডাঙ্গা এলাকার বাসিন্দা ১৬ বছরের দীপান্বিতা যাদব আসানসোলের অরুণোদয় হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। গত ২৭ অক্টোবর বন্ধু বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়িয়ে সে নিখোঁজ হয়ে যায়। চারিদকে খোঁজ খবর করেও মেয়ের হদিশ না মেলায় অবশেষে মা শুক্লা যাদব দুদিন বাদে ২৯ অক্টোবর আসানসোল দক্ষিণ থানায় মিসিং ডায়েরি করেন। তার ভিত্তিতে পুলিশ একটি এফআইআরও করে। কিন্তু প্রায় ২০ দিন পরেও ওই ছাত্রীর কোন খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, ২০ দিন ধরে মেয়ে নিখোঁজ থাকায় চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ ছাত্রীর অভিভাবক ও পরিজনেরা। মা শুক্লাদেবী জানান,পুলিশ তাঁকে জানিয়েছে যে তারা মেয়ের ফোন নম্বর ট্র্যাকিংয়ে রেখেছে। কিন্তু এখনও কোনও সূত্র খুঁজে পাওয়া যায়নি। তিনি পুলিশ প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মেয়েকে খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন।
এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানায়, মিসিং ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্রীর খোঁজ চলছে।


















