eaibanglai
Homeএই বাংলায়কাজের টোপ দিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ

কাজের টোপ দিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ আসানসোলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। অভিযোগ অন্যত্র কাজ দেওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও খোঁজ মেলেনি দরিদ্র অসহায় পরিবারের ওই নাবালিকার। এক গ্যারাজ মেকানিকের বিরুদ্ধে মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের।

আসানসোলের ২ নম্বর মহিশীলা কলোনির খেজুর তলায় বাসিন্দা নিখোঁজ ওই ছাত্রীর নাম কিরণ লাল। সে আসানসোল গুরু নানক স্কুলের নবম শেণির ছাত্রী । জানা গেছে গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ সে। অভিযোগ অন্যত্র কাজের টোপ ও টাকার লোভ দেখিয়ে ডামরা এলাকার বাসিন্দা ভিকি পাসোয়ান নামে গ্যারেজ মেকানিক এক যুবক ওই ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে পাচার করে দিয়েছে। নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন মাঝে একবার অচেনা একটি মোবাইল নম্বর থেকে বাড়িতে ফোন করেছিল ওই ছাত্রী। তারপর থেকে ওই মোবাইল নম্বরটি সুইচ অফ রয়েছে।

ছাত্রীর বাবা রাজেশ লাল জানান, মেয়ে যেদিন নিখোঁজ হয় সেদিনই আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ। কিন্তু তার পর থেকে তদন্তের স্বার্থে পুলিশ কি করছে কিছুই জানা যাচ্ছে না। এরই মধ্যে রেখা ভট্টাচার্য নামে এক মানবধিকার কর্মী থানায় ওই তদন্তের বিষয়ে খোঁজ খবর নিতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। রেখাদেবী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছেন “এর ভেতরে অন্য কোনো খেলা আছে।”

পুরো বিষয়টি নিয়ে উৎকন্ঠায় দিন কাটছে নিখোঁজ নাবালিকার পরিবারের। একাধিক সমাজসেবী সংগঠন ও সমাজসেবী ব্যক্তিত্বদের দ্বারস্থ হয়ে মেয়েকে ফিরিয়ে আনার করুণ আবেদন জানিয়েছে নিখোঁজ ছাত্রীর অভিভাবক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments