eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে অনুষ্ঠিত হল গোল্ড কাপ দাবা চ্যাম্পিয়ানশিপ ২০২৫

আসানসোলে অনুষ্ঠিত হল গোল্ড কাপ দাবা চ্যাম্পিয়ানশিপ ২০২৫

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলা চেস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও আসানসোল ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল “আসানসোল গোল্ড কাপ দাবা চ্যাম্পিয়ানশিপ ২০২৫”। প্রদীপ জ্বালিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। প্রতিযোগিতায় প্রায় ১৬২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি বয়স অনুযায়ী ছেলে ও মেয়েদের বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছিল।

এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি সুভাষ আগরওয়াল, শচীন রায়, শিক্ষাবিদ এ কে শর্মা, বেঙ্গল চেস এ্যাসোসিয়েশনের সিইও অতনু লাহিড়ি এবং পশ্চিম বর্ধমান জেলা চেস এ্যাসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মন্ত্রী মলয় ঘটক বলেন, ” ভারতে প্রতিভার অভাব নেই। তাই এই দাবা খেলাকে আরও প্রচার করার প্রয়োজন এবং গুকেশ সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তা প্রমাণ করেছেন।” তিনি এই প্রতিযোগিতা আয়োজনের জন্য পশ্চিম বর্ধমান জেলা চেস অ্যাসোসিয়েশনের প্রশংসা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments