সংবাদদাতা,আসানসোলঃ- বাড়িতে ঢুকে বৃদ্ধার সোনার চেন লোপাট করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কল্যানগ্রাম-৫ দুর্গমন্দির এলাকায়।
জানা গেছে দুর্গমন্দির এলাকার বাসিন্দা বৃদ্ধা রেবা দের বাড়িতে ধাতুর সামগ্রী পালিশ করার নাম করে দুই ব্যক্তি ঢোকে। তারা বৃদ্ধাকে জানায় সোনা- রুপো সহ বাড়ির যে কোন ধাতুর জিনিস তারা একটি চমৎকারী পাউডার দিয়ে পালিশ করে দেবে। সেই মতো তারা বৃদ্ধার সামনেই একটি ধাতুর গ্লাস পাউডার দিয়ে চবচকে বানিয়ে দেয়। এরপর তারা বৃদ্ধার গলায় থাকা প্রায় এক ভরিরা সোনার চেনটি খুলে দিতে বলেন পালিশ করে দেওয়ার জন্য। তাদের কথায় বিশ্বাস করে বৃদ্ধা সোনার হার খুলে দেন। যুবকেরা হার পালিশ করে একটি কাগজে মুড়ে সেটি বৃদ্ধাকে ২০ মিনিট পড়ে খুলতে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বৃদ্ধা কাগজ খুলে দেখেন তার মধ্যে সোনার হার নেই। এরপরই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে গিয়ে ওই দুই যুবককে খোঁজাখুজি করলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি।
এদিকে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি প্রতারিত বৃদ্ধা।