সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল সরকারি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় জেরে দুটি মোষের মৃত্যু হয়। আরও একটি মোষ জখম হয়। তবে দুর্ঘটনার জেরে বাসযাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি। দুর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়,কালিপাহাড়ির কাছে জামুড়িয়া থানা এলাকায়।
জানা গেছে এদিন সন্ধ্যায় আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলো এসবিএসটিসি ( সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন) বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। পথে জামুড়িয়া থানার অন্তর্গত একটি বেসরকারি হাসপাতাল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপারকারী তিনটি মোষকে ধাক্কা মারে বাসটি। । তারপর বাসটি ডিভাইডারে গিয়ে থেমে যায়। অন্যদিকে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি মোষের। আরও একটি মোষ বাসের নিচে আটকে পড়ে।
দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল সাময়িক ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও মোষটিকে উদ্ধার করার পাশাপাশি বাসটি সরিয়ে যান চলাচাল স্বাভাবিক করে।





