eaibanglai
Homeএই বাংলায়আসানসোল জেলা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, চাঞ্চল্য

আসানসোল জেলা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, চাঞ্চল্য

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য তৈরি হল। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৩রা অক্টোবর শুক্রবার চিচুড়িয়া ডাঙালপাড়ার বাসিন্দা সমর মুর্মুকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে ছিল রমেশ হেমব্রম নামে এক আত্মীয়। তার পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে রমেশ খাবার খেতে হাসপাতাল থেকে বাইরে বের হয়। এরপর বিকেলে রোগীর বাড়ির লোকজন রোগীকে দেখতে গেলে তাকে বেডে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি করে। কিন্তু কোনো খোঁজ না পেয়ে তারা বিষয়টি নার্স, চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। অভিযোগ ওই রোগীর হঠাৎ করে নিখোঁজ হওয়া নিয়ে হাসপাতালের কেউই কোনো সদুত্তর দিতে পারেনি। অবশেষে রাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।

অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে আদিবাসী যুব গোষ্টী। ৫ দিনের মধ্যে রোগীর খোঁজ না মিললে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে হাসপাতালে নিপত্তারক্ষী থাকা সত্বেও কিভাবে রোগী নিখোঁজ হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments