সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল জিআরপি হারানো প্রাপ্তি প্রকল্পে ২৭ টা মোবাইল ফোন উদ্ধার করে তা গ্রাহকদের হাতে তুলে দিল। এদিন আসানসোল স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত আসানসোল শাখার বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময়ে মোবাইল হাত থেকে পড়ে যাওয়া, মোবাইল ছিনতাই হয়ে যাওয়া বা মোবাইল চুরি হয়ে যাবার ঘটনার অভিযোগ জমা পরে। সেইসব অভিযোগ পেয়ে তদন্তে নেমে ফোন নম্বর ট্র্যাক করে হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করেন জিআরপির অফিসারেরা ।
অন্যদিকে হারানো মোবাইল পেয়ে খুশী গ্রাহকেরা। অনেকেই জানান অভিযোগ দায়ের করলেও হারিয়ে যাওয়া মোবাইল যে ফিরে পাবেন ভাবেননি। অবশেষে তা ফিরে পেয়ে জিআরপিকে ধন্যবাদ জানান সকলে।





