সংবাদদাতা,আসানসোলঃ- নবরূপে সেজে উঠল আসানসোলের জামুড়িয়ার গুঞ্জন পার্ক। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি সংস্কার করা হয়েছে। মঙ্গলবার পার্কটির নতুনকরে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাম্বলম, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত এক সময় বেশ জনপ্রিয় ছিল জামুরিয়ার শ্রীপুরের গুঞ্জন পার্ক। আট থেকে আশি সুযোগ পেলেই এই পার্কে সময় কাটাতেন। কিন্তু বিভিন্ন কারণে পার্কটি তার চেনা গৌরব হারায়। অবশেষে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি সংস্কার করে তার পুরনো সৌন্দর্য ফিরিয়ে দিল। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছল পুলিশ প্রশাসন। পার্কটি সবুজ, নিরাপদ ও আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এদিন সাধারণের জন্য পার্ক খুলে দেওয়া হয়।


















