সংবাদদাতা,আসানসোলঃ- সম্প্রতি আসানসোলের বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করে সিআরপিএফ এর উচ্চতম আধিকারিক সহ একটি প্রতিনিধি দল। আর তার পরেই নতুন করে কারখানা খোলা, নতুন শিল্পায়ন ইত্যাদি নিয়ে জল্পনা শুরু হয়েছে শিল্প শহরে। এদকে এই পরিদর্শনের পর মঙ্গলবার সালানপুর ব্লকের বন্ধ হিন্দুস্তান কেবলসের গেটের সামনে ৩দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখাল হিন্দুস্তান কেবলস পুর্নবাসন সমিতি। পাশাপাশি একটি স্বারকলিপিও প্রদান করা হয়।
বিক্ষোভকারীরা জানান সমিতির মূলত তিনটি দাবি। শিল্পের জমিতে শিল্প চাই, বেকারদের চাকরী চাই, আর অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে হবে। ঠিকা শ্রমিকদের পি.এফ পেনশন সহ বকেয়া মিটিয়ে দিতে হবে।
এই প্রসঙ্গে হিন্দুস্তান কেবলস পূর্নবাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন বলেন, “আমরা চাই শিল্পের জায়গায় শিল্প হোক। কিন্তু সেটা সরকারি ভাবে ঘোষণা করে।” পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবার ভোটের আগে একটি করে কেন্দ্রীয় দল আসে এবং বন্ধ কারখানা পরিদর্শন করে চলে যায় শুধুমাত্র মানুষের মনে আসার আলো জাগিয়ে। তার পর আর তাঁদের পাত্তা পাওয়া যায়না।”
প্রসঙ্গত অতীতে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা নিয়ে কম রাজনীতি হয়নি। স্থানীয়দের একাংশের মতে কেন্দ্র বা রাজ্য কোনো তরফকেই বন্ধ কারখানা খোলা বা নতুন শিল্প স্থাপনের বিষয়ে কোনো সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। ভোটের রাজনীতি করেই দায় সেরেছে সকলে।





