eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে প্রকাশ্যে প্রাক্তন সিপিএম নেতাকে গুলি করে খুন

আসানসোলে প্রকাশ্যে প্রাক্তন সিপিএম নেতাকে গুলি করে খুন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে প্রকাশ্যে শ্যুটআউট, খুন প্রাক্তন সিপিএম নেতা। ঘটনাটি ঘিরে শনিবার ভোরে চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলের হিরাপুর থানার করিমডাঙা এলাকায়। মৃত নেতার নাম মহম্মদ সাবরুদ্দিন (৪৭)। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন ভোর প্রায় ৫টা নাগাদ বাড়ি থেকে পাশের মসজিদে নামাজ পড়তে বেরিয়েছিলেন মহম্মদ সরফুদ্দিন। পরে বাড়ির কাছেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা।

খুনের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যাচ্ছে মহম্মদ সাবরুদ্দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময় একটি বাইকে করে এক ব্যক্তি তার পাশ দিয়ে চলে যায় এবং কিছু দূর গিয়ে আবর ফিরে এসে তাঁর পথ আটকায়। এই সময় ওই ব্যক্তি ও সরফুদ্দিনের মধ্যে সামান্য ধস্তাধস্তি হয়। আচমকাই ওই ব্যক্তি পিস্তল বার করে সরফুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরই ওই ব্যক্তি বাইক নিয়ে চম্পট দেয়।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় হিরাপুর থানার পুলিশ। এসিপি ইপ্সিতা দত্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে একটি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।

মৃতের পরিবারের দাবি মহম্মদ সরফুদ্দিনের সঙ্গে কারও সঙ্গে কোনও শত্রুতা বা বিবাদ ছিল না। কি কারণে এই খুন তারা বুঝতে পারছেন না।

প্রসঙ্গত উল্লেখ্য মহম্মদ সরফুদ্দিন একসময় সিপিএমের প্রভাবশালী নেতা ছিলেন। প্রায় ১০ বছর আগে তিনি রাজনীতি থেকে সরে আসেন ও গ্রিলের ব্যবসা শুরু করেন। তার একটি গ্রিলের কারখানা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ব্যবসায় তিনি যথেষ্ট সফল ছিলেন এবং রাজনীতি ছেড়ে দেওয়ার পরও এলাকায় তাঁর যথেষ্ট সম্মান ও জনপ্রিয়তা ছিল।

এদিকে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রাক্তন সিপিএম নেতাকে প্রকাশ্যে খুনের ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments