eaibanglai
Homeএই বাংলায়১৯ নম্বর জাতীয় সড়কে ধস,আতঙ্ক

১৯ নম্বর জাতীয় সড়কে ধস,আতঙ্ক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- জাতীয় সড়কে ধসের জেরে বিশাল গর্ত। এলাকাটি ব্যারিকেড করে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আসানসোলের মরিচকোটা এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রবিবার ভোরের দিকে হঠাৎই এই ধস নামে। ১৯ নং জাতীয় সড়কের একটি লেনে ধস নামায় আনুমানিক ১৫ থেকে ২০ ফুটের মতো গভীর গর্তের সৃষ্টি হয়। খবর পেয়েই আসানসোল ট্রাফিক গার্ড পুলিশের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত রাস্তা সারাইয়ের কথা জানায়।

অন্যদিকে রাতের অন্ধকারে যদি জাতীয় সড়কে হঠাৎ এভাবে ধস নামে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আপাতত ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে, ট্রাফিক গার্ড পুলিশ। পাশাপাশি রাস্তার ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments