সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিকিৎসার নামে রোগী ভর্তি রেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আসানসোলে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ। চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে বিভিন্ন রোগীর পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে।
ওই হাসপাতালে ভর্তি রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে রোগীদের কেবল টাকার জন্য ভর্তি রাখা হয়। তাদের সঠিকভাবে চিকিৎসা করা হয় না। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও, ওষুধের নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এক ব্যক্তি জানান, প্রায় এক মাস ধরে তার ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন। চার লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। অন্য এর রোগীর পরিবারের সদস্য দাবি করেন হাসপাতালে ভালো ডাক্তার নেই, তার রোগীর সঠিক চিকিৎসা হচ্ছে না। সঠিক সিকিৎসা না হলে রোগীকে রেফার করা উচিৎ, কিন্ত তাও করা হচ্ছে না। যদিও এইসব অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
অন্যদিকে হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।





