রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে সময়মত সেই ঋণ পরিশোধ করতে না পারার অভিযোগে ঋণ গ্রহীতার বাড়ি ‘সিজ’ করল সংশ্লিষ্ট সংস্থা। ঘটনাটি আসানসোলের চেলিডাঙ্গা এলাকার।
জানা যাচ্ছে জনৈক শান্তি লাল ও রুবি লাল ২০১৮ সালে সংশ্লিষ্ট সংস্থা থেকে ১১ লক্ষ টাকা গৃহঋণ হিসাবে গ্রহণ করেন। কিন্তু তারা এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে সংশ্লিষ্ট কোম্পানিটি আদালতের শরণাপন্ন হয় এবং আসানসোল সিজিএম আদালতের নির্দেশে বাড়িটি ‘সিজ’ করে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কোম্পানির একাধিক কর্মকর্তা সহ তাদের আইনজীবী।





