সংবাদদাতা,আসানসোলঃ- এবার নদীতে চলল বুলডোজার, ভেঙে দেওয়া হল নদী পরাপারের জন্য তৈরি অবৈধ সেতু। ঘটনা আসানসোলের বারাবনি ব্লকের। সোমবার বারাবনি ব্লক প্রশাসন পুলিশের সহযোগিতায় ওই সেতু ভেঙে দেয়।
বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয় নদের আমুলিয়া ঘাট। নদ পেরোলেই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। স্থানীয়দের দাবি আজয় সংলগ্ন ঝাড়খণ্ড এলাকার বহু মানুষ নদী পেরিয়ে বাংলায় আসেন রুজী রোজগারের জন্য বা জেলা হাসপাতাল বা অন্য হাসপাতালে চিকিৎসার জন্য। এছাড়াও ঝাড়খণ্ডের ওই এলাকার গ্রামগুলির বহু পড়ুয়াও আসানসোলে আসে বাংলা মাধ্যমে পড়াশুনার জন্য। প্রতিদিন নদী পারাপার করে প্রায় কয়েক মানুষ। তাই নদী পারপারের সুবিধার জন্য অজয়ের বুকে পাথর ও মাটি দিয়ে সেতু তৈরি করেছিলেন নদী সংলগ্ন ঝড়াখণ্ডের একাধিক গ্রামের বাসিন্দারা।
অন্যদিকে বারাবনি বিডিও জানান, এভাবে নদীর বুকে সেতু তৈরি করা অবৈধ। এর ফলে একদিকে যেমন নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হয় অন্যদিকে নদীর পার ক্ষতিগ্রস্ত হয়। সামগ্রিকভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তাই অবৈধ সেতু তৈরির অভিযোগ পেয়ে সেটি ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি প্রশাসন যদি এলাকায় একটি স্থায়ী সেতুর ব্য়বস্থা করে দেয় নদের দুই পারের বহু মানুষ উপকৃত হবেন।