সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল খনি অঞ্চলে অবৈধ কয়লার কারবার নিয়ে কম তোলপার হয়নি রাজ্যে। কয়লা পাচার কাণ্ডের তদন্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, গ্রেফতার হয়েছেন কয়লা মাফিয়া থেকে খনির সংস্থার উচ্চ পদস্থ কর্মচারী থেকে তৃণমূল নেতা। বর্তমানে আসানসোল সিবিআই আদালতে চলছে সেই মামলা। তবুও কয়লা পাচার রোখা যাচ্ছে না খনি অঞ্চলে। গত সোমবার এমনই একটি ঘটনা সামনে এসেছে।
গত সোমবার বিকেলে গোপন সূত্রে কয়লা পাচারের খবর পেয়ে কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ এবং প্রায় ২ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে। জানা গেছে সুড়ঙ্গ কেটে মাটি থেকে প্রায় ৮০ ফুট নীচে বস্তায় করে রাখা হয়েছিল ওই কয়লা। যদিও ঘটনায় কেউ ধরা পড়েনি। পুলিশ অভিযান চালাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
৮০ ফুট গভীর সুড়ঙ্গ এক দু’দিনে খোঁড়া সম্ভব নয়। স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই ওই খোলামুখ খনি থেকে কয়লা পাচার চলছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ জানায়িছে তদন্ত শুরু হয়েছে।
কে বা কারা ওই অবৈধ কয়লার কারবার চালাচ্ছে তা জানা না গেলেও এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে প্রামাণ করে দিল খনি এলাকায় অবৈধ কয়লার কারবার চলছেই।