eaibanglai
Homeএই বাংলায়শহরে সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা

শহরে সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মঙ্গলবার সকালে আসানসোল শহরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অটো চালকের, গুরুতর জখম এক যাত্রী। ঘটনাটি ঘটে আসানসোলের জিটি রোডের ভগত সিং মোড়ে। মৃত অটোচালকের নাম মহঃ নিসার খান (৬০)। তিনি মনোজ সিনেমা হল সংলগ্ন কুমারপুরের বাসিন্দা ছিলেন।

জানা গেছে অন্যান্য দিনের মতোই এদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বেরিয়েছিলেন মহঃ নিসার খান। পথে কুমারপুর থেকে এক যাত্রীকে নিয়ে আসানসোল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। ভগৎ সিং মোড়ের কাছে দ্রুতগতিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারে। যার জেরে অটোটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম হন অটো চালক ও যাত্রী দুজনই। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক গার্ড তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোচালক মহম্মদ নিসার খানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুত যখম যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments