সংবাদদাতা,আসানসোলঃ– বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল এক কন্যাযাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে আসানসোল উত্তর থানার ধাদকা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র কুমার গুপ্তা (৪৪)। ঝাড়খণ্ডের গিরিডির অলকাপুরীর বাসিন্দা।
জানা গেছে, এদিন বিকেলে তিনটি বাস ও একটি চারচাকা গাড়িতে মেয়ের বিয়ের জন্য গুপ্তা পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনেরা আসানসোলে আসছিলেন। বিকেল সাড়ে চারটে নাগাদ একটি বাস আসানসোল উত্তর থানার ১৯ নম্বর জাতীয় সড়কে ধাদকা মোড়ের কাছে থামে। সেই বাস থেকে নেমে রবীন্দ্র কুমার ও তার এক আত্মীয় জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। সেই সময় আচমকাই একটি জল ট্যাঙ্কার রবীন্দ্র কুমার গুপ্তাকে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে যান রবীন্দ্র কুমার এবং অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই শোকের ছায়া নামে গুপ্তা পরিবারে। পরিবারের লোকজন ছুটে যান হাসপাতালে। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।
পরিবার সূত্রে খবর এদিন আসানসোলের একটি ধর্মশালায় গুপ্তা পরিবারের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মর্মান্তিক এই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই অনুষ্ঠান ছোট করে করা হবে।