eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুটআউট, প্রকাশ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

আসানসোলে শুটআউট, প্রকাশ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে ফের প্রকাশ্যে চলল গুলি। দিনের দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনা মিহিজাম জামতাড়া রোডের বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকার। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম বিনয় কুমার যাদব(৪৪)।

ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে মিহিজামের দোকান থেকে ব্যবসায়ী বিনয় কুমার যাদব বাইকে করে কানগুইয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মিহিজাম জামতাড়া রোডের বিশ্বকর্মা মন্দিরের সামনে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে পেছন থেকে গুলি করে। গুলি গিয়ে লাগে বিনয় কুমার যাদবে কোমরে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ব্যবসায়ী। অন্যদিকে গুলি চালিয়েই বাইকে করে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় মিহিজাম থানার পুলিশ ও গুরুতর জখম ব্যবসায়ীকে উদ্ধার করে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থায় অবনতি ঘটলে তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সূত্রের খবর ঘটনায় এখন পর্যন্ত মিহিজাম থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments