সংবাদদাতা,আসানসোলঃ- কলকাতার চারু মার্কেট এলাকায় অভিজাত আবাসনে আসানসোলের নিবাসী এক যুবক পরিচারকের রহস্য মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িল। মৃত যুবকের নাম অবিনাশ বাউরি (২২)। তাঁর বাড়ি আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর লখিয়াবাদ এলাকায়। এই ঘটনায় এলাকায় একদিকে যেমন শোকের ছায়া নেমেছে অন্যদিকে মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। মৃতের পরিবার পরিজনের দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে অবিনাশকে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবার পরিজন ও প্রতিবেশীরা।
প্রসঙ্গত শনিবার চারুমার্কেট এলাকর এক অভিজাৎ আবাসন থেকে অবিনাশের রক্তাত্ত দেহ উদ্ধার হয়। জানা গেছে ওই আবাসনের মালিক ব্য়বসায়ী কুশাল ছাবরার বাড়িতে গত কয়েক বছর ধরে পরিচারকের কাজ করতেন অবিনাশ। কুশলের লেনিন সরণিতে ওয়ালপেপারের দোকান রয়েছে। চারু মার্কেটের ওই আবাসনের ছয় তলায় স্ত্রী ও ছেলেকে নিয়ে ভাড়ায় থাকেন তিনি। তবে শনিবার ওই বাড়িতে একাই ছিলেন অবিনাশ । ব্যবসায়ীর স্ত্রী ও ছেলে বাপের বাড়িতে গিয়েছেন। ব্যবসায়ীও দোকানে ছিলেন। দুপুরের দিকে অবিনাশকে বার বার ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি কুশল। এরপরই খোঁজ খবর শুরু হয় এবং আবাসনের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় অবিনাশের দেহ উদ্ধার হয়।
প্রতিবেশীদের কেউ কেউ জানিয়েছেন এদিন দুপুরে অবিনাশের সঙ্গে অন্য একজনকে আবাসনের ঢুকতে দেখেন তাঁরা। অন্যদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে অবিনাশকে। কারণ তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসাল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।
অন্যদিকে পরিবার সূত্রে জানা গেছে শেষ হোলিতে বাড়ি এসেছিলেন অবিনাশ। এই শনিবার ফের বাড়িতে আসার কথা ছিল তাঁর। কিন্তু আর বাড়ি ফেরা হল না অবিনাশের।





