সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কুলটিতে এক প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পিছনে এক বহুতল আবাসনের বাসিন্দা প্রাক্তন ওই ইসিএল কর্মী।
এদিন আয়কর দপ্তরের আধিকারিকরা দুপুর ১টা নাগাদ ৫টি গাড়ি ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ে ওই আবাসনে হানা দেন। আয়কর দপ্তরের আধিকারিকরা প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে ঢুকে যান। অন্যদিকে আবাসনের গেটে মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের।
তবে কি কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের অভিযান চালানো হয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। সন্ধ্যের পরেও এই অভিযান চলে। এই অভিযানে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে আয়কর দপ্তরের তরফেও এই অভিযান নিয়ে কেউ মুখ খোলেননি।





