সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল স্টেশন চত্বরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আরপিএফের জওয়ানরা পরিস্থিতি সামাল দেয়।
আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে চলে এই বিক্ষোভ ও অবরোধ। ৮ ট্যাক্সি চালককে গ্রেফতার ও স্টেশন চত্বরে থাকা ট্যাক্সি স্ট্যান্ড বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানায় আইএনটিটিইউসি নেতৃত্ব। এদিন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, “বৃহস্পতিবার রেল কতৃপক্ষের নির্দেশে আরপিএফ আসানসোল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের আটজন ট্যাক্সি চালককে গ্রেফতার করে। পরে রাতে তাদেরকে ছাড়া হয়েছে। আমরা তার প্রতিবাদে ও স্টেশন চত্বরে থাকা ৫০ বছরেরও বেশি পুরনো ট্যাক্সি স্ট্যান্ড সরিয়ে নতুন করে যে টেন্ডার করা হচ্ছে, তার বিরোধিতায় এদিন একটা প্রতীকী আন্দোলন করলাম।” তিনি আরো বলেন “পা়ঁচ দশকেরও বেশি সময় ধরে এই স্ট্যান্ড থেকে ট্যাক্সি চালিয়ে চালকেরা জীবিকা নির্বাহ করেন। রেল সম্পূর্ণরূপে বিজেপির সঙ্গে রয়েছে। ওই দলের নেতাদের কথায় কাজ করছে। বিশেষ করে আসানসোল ডিভিশনের ডিআরএম ও সিনিয়র ডিসিএম বিজেপির নির্দেশে কাজ করছেন। যে কারণে আসানসোল রেল স্টেশন চত্বরে ট্যাক্সি স্ট্যান্ডের ট্যাক্সি চালক ও অটো স্ট্যান্ডের অটো চালকদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। রেলের পরিকল্পনা হলো স্টেশন সহ সব কিছু পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়া।”
অন্যদিকে আরপিএফের আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার রাহুল রাজ বলেন, “ওই ট্যাক্সি স্ট্যান্ডর টেন্ডার করে দেওয়া হয়েছে। ৮ জনকে ওই স্ট্যান্ডে বেআইনি ভাবে থাকার কারণে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রেল আইনের ১৫৯ নং ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের ব্যক্তিগত বন্ডে ছাড়া হয়েছে। রেলের জায়গায় অবৈধ বা বেআইনি ভাবে কেউ থাকলে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
যদিও এদিনের আন্দোলন থেকে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া আসানসোল ডিভিশনের ডিআরএম ও সিনিয়র ডিসিএমকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে হুমকির সুরে বলেন, “রেল যদি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। শুধু তাই নয়, ডিআরএমকে অফিস থেকে আমরা বেরোতে দেবোনা। মনে রাখতে হবে, এটা অন্য কোন রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ।”