eaibanglai
Homeএই বাংলায়ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

সংবাদদাতা,আসানসোলঃ- ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ , ইটবৃষ্টি, ভাঙচুর। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর থানার মানববেরীয়া এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, রবিবার মানবেড়িয়া শিব মন্দিরের কাছে দুটি যুবকের দল পিকনিক করতে গিয়েছিল। অভিযোগ প্রথমে সবকিছু ঠিকঠাক চললেও ডিজে বাজানোকে ঘিরে দু পক্ষের মধ্যে বচসা বেধে যায়। ক্রমে তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষের সদস্যরা মদ্যপ ছিল বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে খবর পেয়ে ছুটে যায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি সামাল দেয়। এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments