সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– স্ত্রীর গলা কেটে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার আলডি গ্রামের বাউরি পাড়ায়। মৃত দম্পতির নাম রুপকুমার বাউরি (৪১) ও মালা বাউরি (৩৬)। শনিবার সকালে বন্ধ ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার হয়।
জানা গেছে শুক্রবার রাতে মেয়েদের সাথে খাওয়া দাওয়া করে রাত্রে শুতে যান বাউড়ি দম্পতি। পাশের একটি ঘরে ছিল তার মেয়েরা। সকালে মেজো মেয়ে বাবা মা কে ডাকতে গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার মা, আর বাবার দেহ ঝুলছে সিলিং ফ্যান থেকে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় কুলটি থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতে পাঠায়। জানা গেছে মালা বাউরি ও রুপকুমার বাউরি দুজনের গলাতেই ধারাল অস্ত্রের কোপের ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রুপকুমার বাউড়ি প্রথমে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করেন। পরে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু তাতে অসফল হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
রুপকুমার বাউরি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। কিন্তু গাড়ি চালানো সহ নানা কাজ করে রোজগারের চেষ্টা করতেন। অন্যদিকে মালা বাউরি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। দম্পতির চার মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে রূপকুমারের বাজারে অনেক ধার হয়ে গিয়েছিল। তাই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তির হত। এই প্রসঙ্গে রুপকুমারের দাদা অজিত বাউরি বলেন, “কি হলো বুঝতে পারছি না। ভাইয়ের বাজারে প্রচুর টাকা দেনা ছিলো। সেই কারণে মাঝে মধ্যে পাওনাদাররা বাড়িতে আসতো টাকা চাইতে। সেই নিয়ে ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক অশান্তি হতো। শুক্রবার রাতে তাদের মধ্যে কোন ঝগড়া হয়েছে কি না বলতে পারবো না। রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিলো। খুব জোরে ডিজে বাজছিলো। তাই কোন কিছু আমরা শুনতে পাইনি। সকালে সব জানতে পারি।”
পুলিশ জানিয়েছে আপাততঃ দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হবে। তার রিপোর্ট পাওয়া গেলে, মৃত্যুর কারণ জানা যাবে।





