সংবাদদাতা,আসানসোলঃ- দোকান ঘর তৈরি করা নিয়ে দুই পাড়ার সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিল আসানসোলের কুলটি থানার শীতল পুর এলাকা। সংঘর্ষের জেরে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশা পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে শীতল পুর মোড় এলাকায় সরকারি জমি দখল করে দোকান করাকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় দুই পাড়ার মধ্যে গন্ডগোল বাধে। ক্রমে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। চলে ইট বৃষ্টি। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। সন্দেহভাজনদের চিহ্নিত করতে এলাকায় অভিযান চলাচ্ছে পুলিশ। পাশাপাশি কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
রবিবার রাতের ওই ঘটনার পর থেকেই থম থমে এলাকা। রয়েছে চাপা উত্তেজনা। বন্ধ রাখা হয়েছে এলাকার সমস্ত দোকান পাট।





