সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গণধোলাইয়ের অভিযোগ। ঘটনা আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডে কুলটি থানার রক্তা গ্রামের।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠে। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হওয়ার পরে গ্রামে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং গ্রামেরই এক যুবক দিনু গোপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ এরপরই গ্রামের বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গ্রামে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
নির্যাতিতা ওই বধূ জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

















