সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- তৃণমূল কংগ্রেসের নেতার বোর্ড লাগানো চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। প্রতিবাদে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের কুমারপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিটি রোডের কুমারপুর এলাকায় একটি দ্রুতগতির গাড়ি মোটরবাইককে ধাক্কা মারে। গাড়িটির ভেতরে থাকা একটি বোর্ডে লেখা ছিল, “সম্পাদক, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ”। মোটরবাইকটিকে ধাক্কা মারার পর কোনো রকম সাহায্য না করে চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় মোটরবাইকের দুই আরোহী গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল কংগ্রেস নেতার বোর্ড লাগানো গাড়ি দুর্ঘটনায় জড়িত থাকা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। তারা গাড়িটি ঘিরে বিক্ষোভ শুরু করেন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও গাড়িটিকে আটক করে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি আটক করা হয়েছে। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং পলাতক ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।





