সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- প্রয়াগরাজে ১৪৪ বছর পরে বসেছে মহাকুম্ভমেলা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের বিশেষ যোগে পূ্র্ণকুম্ভমেলাকে বানিয়েছে মহাকুম্ভ। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা যুমনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে সাধু-সন্ন্যাসীরা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও বহু মানুষ প্রয়াগরাজে যাচ্ছেন।
এদিকে মহাকুম্ভে ভিড়ের কথা মাথায় রেখে ভারতীয় রেল বিশেষ ব্যবস্থা করলেও বর্তমানে ট্রেনের টিকট মিলছে না। আবার সাধারণ মানুষের পক্ষে গাড়ি ভাড়া করে কুম্ভে স্নান করতে যাওয়ায় সম্ভব নয়। সেই কথা ভেবেই সাধারণের সাহায্যার্থে এগিয়ে এলেন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা প্রসাদ। শিল্পাঞ্চলের বাসিন্দাদের প্রয়াগরাজে কুম্ভ মেলায় শাহী স্নান করাতে নিয়ে যাবার ব্যবস্থা করেছেন তিনি। আসানসোলের ৯টি বিধানসভা থেকে প্রতি বিধানসভা পিছু দুটি করে বাসের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২২ শে ফেব্রুয়ারী প্রয়াগরাজের উদ্দেশ্যে বাস যাত্রা শুরু হবে। ইচ্ছুক ব্যক্তিদের আধার ও ভোটার কার্ড সহ আবেদন করতে হবে। এই যাত্রায় খাওয়া দাওয়া, চিকিৎসা ও সুরক্ষার সমস্ত বন্দোবস্ত করা হবে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিশিষ্ট সমাজসেবী। তিনি বলেন, “আসানসোলের বহু মানুষ তাঁর কাছে কুম্ভে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিতেই তাঁর এই উদ্যোগ।”