সংবাদদাতা, আসানসোলঃ– বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা প্রসাদের উদ্যোগে আসানসোল থেকে প্রায় ১৭০০জন পুণ্যার্থী কুম্ভযাত্রা করলেন শনিবার। বিভিন্ন সুবিধা সহ সম্পূর্ণ বিনা খরচে এই যাত্রার ব্যবস্থা করা হয়েছে। আসানসোলের সাতটি বিধানসভা থেকে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিয়েছেন। এদিন ৩০ টি বাসে করে পুণ্যার্থীরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা করেন। কুম্ভে পুণ্য স্নান সেরে পুনরায় তাঁদের আসানসোলে ফিরিয়ে আনা হবে।
এই যাত্রা উপলক্ষ্যে গত তিনদিন ধরে পুজো অর্চনার ব্যবস্থা করা হয়েছিল। মায়ের পুজোর পাশাপাশি ৬১ জন পুরোহিত মিলে রুদ্রাভিষেক ও যজ্ঞানুষ্ঠান করা হয়। এছাড়াও ছিল ভাণ্ডারার ব্যবস্থার। দেবী মায়ের পুজো শেষে তাঁর আর্শীবাদ নিয়ে এদিন যাত্রা শুরু হয়।
প্রসঙ্গত আসানসোলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা প্রসাদ আসানসোলের ৯টি বিধানসভা থেকে সম্পূর্ণ বিনা খচড়ায় শ্রদ্ধালুদের মহাকুম্ভে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। চলতি মাসের ৪ তারিখ এই মর্মে একটি সাংবাদিক সম্মেলন করে শ্রদ্ধালুদের নাম নথিভুক্ত করার আবেদন জানান তিনি। সেই মতো ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী শ্রদ্ধালুদের শারীরিক পরীক্ষার পর নির্বাচিত করা হয়। এই যাত্রায় খাওয়া দাওয়া, চিকিৎসা ও সুরক্ষার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে কৃষ্ণা প্রসাদ জানান, আসানসোলের বহু মানুষ তাঁর কাছে কুম্ভে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিতেই তাঁর এই উদ্যোগ।





