সংবাদদাতা,আসানসোলঃ- বেপরোয়া স্করপিও চালকের তাণ্ডব। চারজন গুরুতর আহত। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা আসানসোলের নিয়ামতপুরের লচ্ছীপুর গেট এলাকার।
ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে লচ্ছীপুর গেট এলাকায় মদ্যপ অবস্থায় থাকা এক ব্যক্তি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান চালক প্রথমে একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারেন। এরপর পালানোর চেষ্টায় নিউ রোডে একটি টোটোকে পেছন থেকে ধাক্কা দেন। এই দুর্ঘটনায় স্কুটি ও টোটো চালক-সহ মোট চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে আটক করে ও স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করে। অন্যদিকে আহতদের উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে সুলতান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রায়ই বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়দের মতে, নিয়মিত টহল, মদ্যপ চালকদের উপর কঠোর নজরদারি এবং গতিসীমা নিয়ন্ত্রণের ব্যবস্থা জরুরি। অন্যদিকে লচ্ছীপুর গেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।




